hero image
অংশগ্রহণের নিয়মাবলী :
  • আর্ট–পেপারে বৃত্ত এঁকে, সেটির ভেতরে চিত্রকর্মটি করতে হবে। এজন্য জলরঙ, তুলি বা পেন্সিল—যেকোনো একটি মাধ্যম ব্যবহার করা যাবে।
  • চিত্রকর্মটির স্পষ্ট ছবি তুলে বা স্ক্যান করে পাঠাতে হবে।
  • যেকোনো বয়সী বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
  • অংশগ্রহণকারীর নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • দর্শক/পাঠককে মানসিকভাবে আঘাত করে এমন কোনো প্রচার–অযোগ্য চিত্রকর্ম গ্রহণযোগ্য হবে না।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো, সংগৃহীত বা কম্পোজকৃত কোনো চিত্রকর্ম গ্রহণযোগ্য নয়।
  • জমাকৃত চিত্রকর্মের একটা শিরোনাম দিতে হবে এবং চিত্রকর্মটি সম্পর্কে অনধিক ৫০ শব্দে বিবরণ লিখে দিতে হবে।
  • নিচের ফরমটি পূরণের মাধ্যমে চিত্রকর্ম জমা দিতে হবে।
  • জমাকৃত চিত্রকর্মগুলোর মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ২০টির ওপর নেওয়া হবে দর্শকদের ভোট। দর্শক–ভোট ও বিচারকের রায়ে নির্বাচিত হবে সেরা ১০ জন।
  • মূল ইভেন্টে সেরা ১০জনকে নিজ নিজ চিত্রকর্মটির ফিজিক্যাল স্যাম্পল নিয়ে আসতে হবে। সরেজমিন যাচাই–বাছাই শেষে তিনজনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
  • চিত্রকর্ম জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার রাত ১২টা।
  • সেরা ১০টি চিত্রকর্ম আড়ং ডেইরি কর্তৃপক্ষ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

আপনার তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন